খেলাধূলা ডেস্ক:
ফিফা র্যাংকিংয়ে আরও উন্নতি বাংলাদেশের। বৃহস্পতিবার প্রকাশিত নতুন র্যাংকিংয়ে আরও একধাপ এগিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এখন তারা ১৮২ নম্বরে। একধাপ এগিয়েছে ব্রাজিলও। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে সেলেসাওদের কাছে হেরে গেলেও একধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার সেমিফাইনালের ব্রাজিলের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। তবে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের। একধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে লিওনেল মেসিরা।
তবে সেরা দশে সবচেয়ে বড় লাফটা দিয়েছে কলম্বিয়া। পাঁচ ধাপ উন্নতিতে লাতিন দেশটি এখন অষ্টম স্থানে। উরুগুয়ে তিন ধাপ এগিয়ে উঠে গেছে পঞ্চম স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। সেরা দশের বাকি দলগুলো যথাক্রমে— ইংল্যান্ড (৪), পর্তুগাল (৬), ক্রোয়েশিয়া (৭) ও স্পেন (৯)।
কাতার বিশ্বকাপ বাছাইয়ে লাওসকে হারিয়ে আগের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। এরপর আর কোনও ম্যাচ না খেললেও একধাপ এগিয়ে এখন ১৮২তম জামাল ভূঁইয়ারা। আগের ৯২২ পয়েন্টই সঙ্গী লাল-সবুজ জার্সিধারীদের।