আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সোমবার দেশটির জাতীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে অন্তত ২৩৯ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ ৫২ জন।
গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় রাই আঘাত হানে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ঘূর্ণিঝড়ের কারণে তিন লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।
ফিলিপাইনে আঘাত হানা এ ঘূর্ণিঝড়কে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বলা হচ্ছে।
ফিলিপাইন রেডক্রস বলেছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি বাড়িগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে।
ঘূর্ণিঝড়ে অসংখ্য বাড়ির চালা উড়ে গেছে। গাছ উপড়ে পড়েছে। কংক্রিটের তৈরি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। কাঠের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক গ্রাম প্লাবিত হয়েছে।
ঘূর্ণিঝড় রাইয়ের কারণে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ফিলিপাইন। দেশটিতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে।
২০১৩ সালে দেশটিতে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান। এতে দেশটিতে ৭ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন।