বিনোদন :
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আবার তিনি সেরা নৃত্যশিল্পীও। ছোটবেলা থেকেই নিয়েছেন কথক নৃত্যের তালিম। কেরিয়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে মাধুরীকে মুজরা গানের সঙ্গে নাচতে দেখা গেছে। তার নাচের ছন্দে মুগ্ধ আসমুদ্র হিমাচল।
মাধুরীর নাচের সেই জাদু আরও একবার ফিরতে চলেছে মঞ্চে। ৬৫ তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে লাইভ পারফর্ম করতে চলেছেন নায়িকা। দেবদাস, দেড় ইশকিয়ার মতো ছবির জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তিনি। তার নাচের কোরিওগ্রাফি করেছেন বিখ্যাত নৃত্য পরিচালক শামক দাভর।
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ শনিবার রাতে অনুষ্ঠিত হবে ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২০। আগামীকাল রবিবার রাত ৯টায় কালারস টিভি-তে সম্প্রচারিত হবে পুরো অনুষ্ঠান।