তথ্যপ্রযুক্তি ডেস্ক:
পহেলা ফ্রেব্রুয়ারি থেকে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। ইতিমধ্যে উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে গিয়েছে জনপ্রিয় এই মেসেজিং প্লাটফর্ম। এবার অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফোন থেকে তুলে নেওয়া হবে এই জনপ্রিয় অ্যাপ। একইসঙ্গে অ্যাপেলের ডিভাইসেও বন্ধ হবে এই অ্যাপ।
ফেসবুক তার অফিসিয়াল ব্লগে জানিয়েছে, যাদের আইফোন ডিভাইসে এখনও আইওএস সেভেন এবং তার চেয়েও পুরোনো ভার্সনের অপারেটিং সিস্টেম সফটওয়ার আছে তাদের ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। প্রয়োজনে ফোনটির সেটিংসে গিয়ে সফটওয়ার আপডেট করুন। যদি তা সম্ভব হয়, তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনার ওই ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। আর যদি না হয়,তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে অগত্যা ফোন বদলাতে হবে।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও জানানো হয়েছে, যাদের অ্যান্ড্রেয়েডের পুরোনো ভার্সন ২.৩.৭ রয়েছে তারা আর হোয়টসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আপডেটের অপশন পাবেন না। তার চেয়ে নতুন ফোন কেনাই যথাযথ।