ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফের একসঙ্গে সাইফ-রানী

বিনোদন :

দীর্ঘদিন পর একসঙ্গে জুটি বেঁধে ফিরছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী রানী মুখার্জী। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘বান্টি অওর বাবলি’ ছবির সিকুয়েলে জুটি বাঁধছেন তারা।

ওই ছবিতে রানীর সহ অভিনেতা ছিলেন অভিষেক বচ্চন। কিন্তু সিকুয়েলে রানীর বিপরীতে থাকবেন সাইফ। এছাড়া নতুন ছবিতে এক জুটি নয় বরং দুই জুটি থাকবে। অপর জুটিতে অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী। 

ছবিটি পরিচালনা করবেন নবাগত বরুণ শর্মা, যিনি ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সহ-পরিচালকের কাজ করেছেন। রানী ও সাইফের জুটি পর্দায় নতুন নয়। ‘হাম তুম’, ‘তা রা রাম পাম’ এ সাইফ ও রানীকে একসঙ্গে দেখেছেন দর্শক।

এই ছবির বিষয়ে সাইফ বলেন, ‘যশ রাজ মানেই ঘরে ফেরা। রানীর সঙ্গে এতদিন পরে কাজের সুযোগ পেলাম। খুবই এক্সাইটেড।’ ইদানীং‌ ডার্ক ছবি ও সিরিজেই বেশি দেখা যায় সাইফকে। পারিবারিক কমেডির জন্য তাঁকে নতুন ভাবে প্রস্তুতি নিতে হবে বলেও জানিয়েছেন।

অন্য দিকে রানী বলেছেন, ‘আগের ছবিটি এত ভাল চলেছিল বলেই সিকুয়েলের প্ল্যান করা হয়েছে। অভিষেক আর আমাকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কোনো কারণে ও করতে পারল না। অভিষেককে খুব মিস করব। টিমে সাইফকে স্বাগত জানাচ্ছি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

ফের একসঙ্গে সাইফ-রানী

আপডেট সময় ১২:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

বিনোদন :

দীর্ঘদিন পর একসঙ্গে জুটি বেঁধে ফিরছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী রানী মুখার্জী। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘বান্টি অওর বাবলি’ ছবির সিকুয়েলে জুটি বাঁধছেন তারা।

ওই ছবিতে রানীর সহ অভিনেতা ছিলেন অভিষেক বচ্চন। কিন্তু সিকুয়েলে রানীর বিপরীতে থাকবেন সাইফ। এছাড়া নতুন ছবিতে এক জুটি নয় বরং দুই জুটি থাকবে। অপর জুটিতে অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী। 

ছবিটি পরিচালনা করবেন নবাগত বরুণ শর্মা, যিনি ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সহ-পরিচালকের কাজ করেছেন। রানী ও সাইফের জুটি পর্দায় নতুন নয়। ‘হাম তুম’, ‘তা রা রাম পাম’ এ সাইফ ও রানীকে একসঙ্গে দেখেছেন দর্শক।

এই ছবির বিষয়ে সাইফ বলেন, ‘যশ রাজ মানেই ঘরে ফেরা। রানীর সঙ্গে এতদিন পরে কাজের সুযোগ পেলাম। খুবই এক্সাইটেড।’ ইদানীং‌ ডার্ক ছবি ও সিরিজেই বেশি দেখা যায় সাইফকে। পারিবারিক কমেডির জন্য তাঁকে নতুন ভাবে প্রস্তুতি নিতে হবে বলেও জানিয়েছেন।

অন্য দিকে রানী বলেছেন, ‘আগের ছবিটি এত ভাল চলেছিল বলেই সিকুয়েলের প্ল্যান করা হয়েছে। অভিষেক আর আমাকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কোনো কারণে ও করতে পারল না। অভিষেককে খুব মিস করব। টিমে সাইফকে স্বাগত জানাচ্ছি।’