তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
ফেসবুকের এফ৮ কনফারেন্সে ফেসবুকের ডেটিং সেকশনে সিক্রেট ক্র্যাশ নামের একটি ফিচার যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রাপক যদি অনুমানের উপর ভিত্তি করে রিকোয়েস্ট প্রদানকারীর নাম সিলেক্ট করেন এবং তা মিলে যায় তবে পরিচয় প্রকাশ করা হবে প্রেরকের। সেক্ষেত্রে দুইজন মিলে চ্যাট করতে পারবেন ম্যাসেঞ্জারে। পছন্দ যদি একতরফা হয় তবে রিকুয়েস্ট প্রেরকের নাম গোপনই থাকবে। ফেসবুক থেকেই ডেটিং সেকশনটি ব্যবহার করতে হয়। আলাদাভাবে ডেটিং অ্যাপ আনার কোনো পরিকল্পনা নেই ফেইসবুকের।
গত বছরের সেপ্টেম্বরে কলাম্বিয়াতে ফেসবুক ডেটিং পরীক্ষামূলকভাবে চালু করা হয়। আগেই বিশ্বের ৫টি দেশের জন্য উন্মুক্ত করা হয় ফেইসবুক ডেটিং। এবার ১৪টি ভিন্ন দেশে আসতে যাচ্ছে সেবাটি। ফিলিপাইনস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস, ব্রাজিল, পেরু, চিলি, বলিভিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, গায়ানা, উরুগুয়ে ও সুরিনামে ফেইসবুক ডেটিং বিভাগটি চালু হতে যাচ্ছে। চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হবে ফেসবুকের ডেটিং সেবাটি।