মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
ব্রাম্মনবাড়িয়ার নাসিরনগর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেইসবুকে কাবাঘর বিকৃত করার ওই ছবিটি পূনরায় পোষ্ট দেওয়ার অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের আলীনগর গ্রামের পলাশ চন্দ্র দাস (১৯) নামের এক যুবক গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
সে ওই গ্রামের চিত্ত রঞ্জন দাসের ছেলে।
জানা যায়, ব্রাম্মনবাড়িয়া জেলার নাসিরনগরে যে ছবিটি নিয়ে হিন্দু পল্লীতে বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটে ঠিক সেই ছবিটিই পলাশ চন্দ্র দাস সোমবার তার ফেইজবুকে পোষ্ট দেয়। কাবাঘরকে বিকৃত করে শিবমূর্তির ছবি প্রতিস্থাপন করার ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম উত্তোজনা বিরাজ করে। খবর পেয়ে হোমনা থানা পুলিশের সহায়তায় বাতাকান্দির একটি গানের আসর থেকে রাতেই তাকে গ্রেফতার করে বাঙ্গরা থানায় নিয়ে আসে। তখন তাকে জিজ্ঞাসাবাদকালে সে কাবাঘরের বিকৃত করা ছবিটি তার ফেইসবুক আইডি থেকে পোষ্ট করে বলে শিকার করে।
এ ব্যাপারে এস আই আজিজুর রহমান বাদী হয়ে অভিযুক্ত পলাশ চন্দ্র দাসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা শিকার করে জানান, তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত পলাশ চন্দ্র দাসকে গ্রেফতার করায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকায় পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।