আন্তর্জাতিক :
ফ্রান্সে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৭৫৩ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৭ হাজার ৯২০ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমন একথা জানিয়েছেন।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা জানান, হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭৪ জন এবং আইসিইউতে করোনা রোগীর সংখ্যা ২০৯ জন কমেছে।
তিনি বলেন, ‘ফ্রান্সে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া অনেকটা স্থিতিশীল রয়েছে। দেশটির বিভিন্ন হাসপাতালে ১১ হাজার ৬০ এবং বৃদ্ধনিবাস বা বিভিন্ন প্রতিষ্ঠানে ৬ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৮০০ টায় এএফপি জানায়, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ ঘটেছে ইউরোপের বিভিন্ন দেশে।
এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২১ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। এসব রোগীর প্রায় অর্ধেক ইউরোপের। সূত্র: এএফপি