ধর্ম ও জীবন ডেস্ক:
চলতি বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে ক্ষতিগ্রস্ত পরিবারের ২০০ সদস্যকে বিনামূল্যে হজ করাচ্ছে সৌদি আরব। দেশটির বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে এই তথ্য। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ নির্মূল প্রকল্পের আওতায় সৌদি রাজ পরিবার এই উদ্যোগ নিয়েছে বলে খবরে বলা হয়।
এসপিএ তাদের প্রতিবেদনে জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের ২০০ সদস্যকে এবার হজ করানো হচ্ছে। সৌদি ধর্ম মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল আল-শেখ এই উদ্যোগ নেয়ায় বাদশাহর উদারতার প্রশংসা করেন।