তপন সরকার, হোমনা প্রতিনিধি ঃ
রোজ সোমবার, ১৯ অক্টোবর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লায় ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নান্দনিকতার ছোঁয়া ও গ্লারী ভর্তি দর্শকের হাঁসি ও আনন্দের মধ্যদিয়ে শেষ হল বঙ্গবন্ধু বঙ্গমাত গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নমেন্ট ২০১৫ এর জেলা পর্ব – কুমিল্লা চৌদ্দগ্রাম উত্তর বিজয় করা সরকারি প্রথমিক বিদ্যায় কে হরিয়ে ৩-২ তে চেম্পিয়ান কুমিল্লার হোমনার উপজেলা সাকারি প্রথমিকবিদ্যালয়ের সোমবার কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে ভাষা সৈনিক শহিদ ধীরেন্দনাথ দত্ত স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোন্ডকাপ প্রথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খোলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও হাতে পরস্কার তুলেদেন কুমিল্লার সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার , বিশেষ- অতিথি জনাব মোঃ শাহ- আবিদ হোসন কুমিল্লা-পুলিশ সুপার
উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুর রাউফ চেয়ারম্যান উপজেলা পরিষদ কমিল্লা- মোঃহাসানুজ্জামান কল্লোল জেলা প্রশাসক। আরো উপস্থিত ছিলেন হোমনা উপজেলার ইঞ্জীনিয়ার জাফর সরকার নিটলটাটার কর্মকর্তা সালানি সরকার আরফাত হোসেন সরকার তাইজুলইসলাম প্রমুখ।