শামীম আহাম্মদ:
কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আপনারা জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারই ফলশ্রুতিতে আজকের এ উন্নয়নশীল বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশ পেতাম না।
যারা পশ্চিম পাকিস্তানের শাসন দেখেছেন, তারা বলতে পারবেন সে সময় আমাদের দেশ থেকে কোন ধরণের উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগ দিতেন না। তখন তাদের গোলামী ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। আমাদের সম্পদ পাকিস্তানীরা নিয়ে আরাম-আয়েশে দিনযাপন করতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা এ নির্যাতন থেকে মুক্তি লাভ করেছি। পেয়েছি একটি লাল সবুজের পতাকা আর সার্বভৌমত্ব বাংলাদেশ।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর সোমবার বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন-কাফন খরচ বাবদ অনুদানের চেক বিতরণ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ।
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী নুর বশীর, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ শিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল আহমেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ ইকবাল মুনসুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, ফ্যাসিলিটিজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কোহিনুর আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, কেন্দ্রিয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোচাগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এবং গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা পাঠ করেন শুক্লা সেন গুপ্তা।
এর আগে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিস, পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়, পাঁচপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেয়ামতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোড়ারচর কমিউনিটি ক্লিনীক, বড়ইয়াকুড়ি কমিউনিটি ক্লিনীক, জাহাপুর কমলাকান্ত একাডেমি এন্ড কলেজ, জাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাপুর ইউনিয়ন পরিষদ, পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয় ও গাইটুলি গ্রাম পরিদর্শন করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, হাজী আব্দুস ছামাদ মাঝি, একেএম সফিকুল ইসলাম ও আবুল হাসেমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।