বিনোদন ডেস্ক:
দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফের সম্পর্ক এখন বেশ ভালোই। অতীতের তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে এবার বন্ধুত্বের দিকে নজর দিয়েছেন দু’জনে। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই সম্পর্ক এবার স্বাভাবিকের পথে। এবার একসঙ্গে অভিনয় করতেও দেখা যাবে তাদের।
ছবির নাম ‘চার্লিস অ্যাঞ্জেল’। হলিউডের এই ছবির যদি রিমেক হয় তার কাস্টিংয়ের দায়িত্ব যদি বর্তায় রানি মুখোপাধ্যায়ের ঘাড়ে। তাহলে দীপিকা ও ক্যাটরিনাকেই কাস্ট করতে চান তিনি। কিন্তু হঠাৎ এমন অদ্ভুত খেয়াল কেন এল রানির মাথায়?
অভিনেত্রী জানিয়েছেন, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনার অ্যাকশন তার ভাল লেগেছে। আর দীপিকা পাড়ুকোন তো অ্যাকশন ফিল্মের জন্যই তৈরি হয়েছেন। তাই ‘চার্লিস অ্যাঞ্জেল’ এ তাদের একসঙ্গে মানাবে ভাল।
দীপিকার সঙ্গে ক্যাটরিনার সমস্যা মিটতে শুরু করে দীপিকা-রণবীরের রিসেপশনের পার্টিতে। সেখানে নিমন্ত্রিত হয়েছিলেন ক্যাট। বিয়েতে নিমন্ত্রিত হননি বলে করণ জোহরের শোয়ে একবার দুঃখপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু মুম্বাই রিসেপশনের নিমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন ক্যাট। এমনকী অনুষ্ঠানের দিন শাড়িতে সেজে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েও আসেন তিনি।
শোনা যায়, ক্যাটরিনা ও দীপিকার মধ্যে ঠাণ্ডা লড়াই মেটাতে নাকি অনুঘটকের কাজ করেছিলেন রণবীর সিং। তিনিই নাকি উদ্যোগী হয়ে দীপিকাকে বুঝিয়েছিলেন আর ক্যাটরিনাকে নিমন্ত্রণ করেছিলেন। সে যাই হোক, সব যে ভালোয় ভালোয় মিটে গিয়েছে তাতেই খুশি সিনেপ্রেমীরা। আর এবার যদি এই দুই অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় দেখা যায় তাহলে দর্শকদের জন্য তো উপরি পাওনা!