জাতীয় ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি কেন? আমাদের দেশের তিন পাশে যারা আছে তারা আমাদের বন্ধু। তাহলে বন্ধুদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কী দরকার। আমার এ প্রশ্নের জবাব সরকার ১৬ কোটি মানুষকে দিয়ে দিলে আর কিছু দরকার নেই।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত ‘ভুলুণ্ঠিত গণতন্ত্র, নিষ্পেষিত জনগণ, ভঙ্গুর অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
বিএনপির নিবন্ধন বাতিল নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে ড. মঈন খান বলেন, রাজনীতি মানুষের মৌলিক অধিকার। সেটি কি সার্টিফিকেট দিয়ে হালাল করতে হবে। মৌলিক অধিকারের কারণেই বিশ্বে রাজনৈতিক দল গড়ে উঠেছে। এটাকে নিবন্ধন দিয়ে প্রমাণ করতে হবে না। বিএনপিকে নিবন্ধন রক্ষার জন্য নির্বাচনে যেতে হবে তাহলে আমার প্রশ্ন রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কী নিবন্ধন রক্ষার জন্য? যদি নিবন্ধন রক্ষার জন্য না হয় তবে এই নিবন্ধন রক্ষার কথা আসছে কেন?
তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যায় ক্ষমতা লাভের জন্য, নিজেদের অর্থ বৃত্ত এগুলোকে বৃদ্ধি করে শান্তিতে জীবন-যাপন করতে চায়। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য সেটা নয়।
সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।