বিনোদন ডেস্কঃ
শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। এ দুজন দেশের শীর্ষ দুই অভিনেতা ও অভিনেত্রী হলেও এবার তাঁদের দুইজনের ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। ঈদ উপলক্ষে শাকিবের মুক্তিপ্রাপ্ত ছবি ভাইজান এলো রে। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।
অন্যদিকে মিমের বিপরীতে কলকাতার জিৎ। ছবির নাম সুলতান। ঈদে মুক্তিপ্রাপ্ত দুই ছবির মধ্যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীতা স্বাভাবিক ভাবেই হচ্ছে। তবে লড়াইটা দেশে নয় বিদেশের মাটিতে হচ্ছে। কেননা ছবি দু’টি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মাণ করা হলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি।
শাকিব তার মুক্তিপ্রাপ্ত ভাইজান এলোরে প্রসঙ্গে বলেন, আমার ছবির গল্পটা দারুণ। দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। এর মধ্যে গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে। ছবিও ভালো ব্যবসা করছে।
মিম বলেন, কলকাতায় বিভিন্ন উৎসবে জিৎদা’র বিকল্প নেই। ঈদের আগে দেখলাম পরিবেশকরা আমাদের ছবিটি প্রদর্শন করতেই বেশি আগ্রহী। পর্দায়ও ছবিটি দর্শক গ্রহণ করেছে।
ঈদের আগে থেকেই শাকিব-মিম তাদের নিজ ছবির প্রমোশনে কলকাতায় ব্যস্ত সময় কাটিয়েছেন। পশিমবঙ্গের গণমাধ্যমগুলো সুত্রে জানা গেছে দুই ছবির ব্যবসায় সেখানে বেশ ভালো হচ্ছে। শাকিবকে সেখানের দর্শকেরা ইতিবাচকভাবে গ্রহণ করতে শুরু করেছে।
উল্লেখ্য, চিত্রনায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটি হয়ে প্রায় সাত বছর পর কাজ করেছেন ‘আমি নেতা হবো’ ছবিতে। সাত বছর পর বন্ধু হয়ে পর্দায় ফিরলেও এখন তাঁরা কলকাতাসহ পশিমবঙ্গে পরস্পরের প্রতিদ্বন্দ্বী।