জাতীয় ডেস্কঃ
বরগুনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাত শরীফ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এ হত্যা মামলার আসামি চন্দন ও হাসানকে গ্রেফতার করা হয়।
বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন জানান, এ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি চন্দন ও হাসানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারী কলেজ রোডে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিফাতের পিতা দুলাল শরীফ বাদি হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাসস