কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার মেড্ডা এলাকায় বাসচাপায় মো. মফিজুল ইসলাম (৪৫) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৪ মে) দুপুরের দিকে কুমিল্লা-বরুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মফিজুল বরুড়া পৌরসভা এলাকার দেওড়া গ্রামের আবু মিয়ার ছেলে। তিনি পেশায় প্যাডেলচালিত ভ্যানচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই আঞ্চলিক সড়ক দিয়ে ভ্যান চালিয়ে মেড্ডা এলাকায় যাচ্ছিলেন মফিজুল। পথে মেড্ডার জামিয়াতুল মাদরাসার সামনে এলে বলাকা নামে ওই রুটের একটি বাস তার ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মফিজুলের মৃত্যু হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।