বিনোদন ডেস্কঃ
বলিউডের কিংবদন্তী অভিনেতা কাদের খান আর নেই। পরিবারের তরফ থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার ভোরে কানাডার এক হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা কাদের খান মৃত্যুবরণ করেন।দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তবে কয়েক দিন আগেই গুজব রটেছিল তিনি আর নেই। সেই গুজবকে উড়িয়ে দিয়ে কাদের খানের ছেলে জানিয়েছিলেন, তিনি অসুস্থ ঠিকই কিন্তু জীবিত রয়েছেন। এবার পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুর সত্যতা স্বীকার করে নেওয়া হলো।
কাবুলে ১৯৩৭ সালের ২২ অক্টোবর কাদের খানের জন্ম হয়। ছোটবেলা থেকেই অভিনয়ে ঝোঁক ছিল তার। ইঞ্জিনিয়রিং পড়তে পড়তে থিয়েটারে। ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের খান। ১৯৭৩ প্রথম অভিনয় যশ চোপড়ার ‘দাগ’ ছবিতে। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে।