বিনোদন ডেস্ক:
চলে এলো ঋতুরাজ বসন্ত। বাংলা বছরের সর্বশেষ এই ঋতুর আগমনকে বিভিন্নভাবে উদযাপন করছেন সকলে, ফাল্গুনী আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন অনেকে। এবার বসন্তের আগমনকে বরণ করে নিলেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুনা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি মনোমুগ্ধকর ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেসব ছবিতে রুনাকে দেখা গেল হলুদ রঙা বাসন্তী শাড়িতে। সঙ্গে ঋতুরাজের আবহ ঘিরে দিলেন বিশেষ বার্তাও।