মো: বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
রোজ সোমবার, ২০ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচখুবী ইউনিয়নের শাহাপুর সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে চোর সন্দেহে ভারতীয়রা গণপিটুনি দিয়ে নূরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে দাবি করেছে বিএসএফ। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম জেলার সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।
পতাকা বৈঠকের মাধ্যমে রবিবার বিকালে বিএসএফ নিহতের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে এ ঘটনার পর রবিবার সকালে বিএসএফ চিঠির মাধ্যমে বিজিবিকে বিষয়টি জানায়। বিজিবির বিবির বাজার বিওপির কমান্ডার সুবেদার মাহবুব খান জানান, বিএসএফ তাদের চিঠিতে দাবি করেছে নুরুল ইসলাম ভারতের সোনাপুর গ্রামে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে স্থানীয় লোকজনের গণপিটুনিতে তার মৃত্যু হয়। পরে তার লাশ ভারতের সোনামুড়া থানায় রাখা হয়।
তিনি আরও জানান, পতাকা বৈঠকের মাধ্যমে রবিবার বিকাল পাঁচটা ১০ মিনিটে বিএসএফ নিহত নুরুল ইসলামের মরদেহ আদর্শ সদর উপজেলার কটক বাজার সীমান্ত এলাকা দিয়ে তার কাছে পাঠায়। পরে সদর দক্ষিণ মডেল থানার এসআই আজিজুল হক লাশটি গ্রহণ করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন।