ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘জামাই’ হচ্ছেন হিরণ!

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের ‘জামাই’ হতে চলেছেন কলকাতার জনপ্রিয় নায়ক হিরণ চট্টোপাধ্যায়! বিশ্বাস হচ্ছে না তো। তেমনটাই খবর কিন্তু সিনে দুনিয়াতে। পাত্রী বাংলাদেশের অভিনেত্রী ঈশানি ঘোষ।

ব্যাপারটা তবে খুলেই বলা যাক। নেহাল দত্তর পরিচালনায় ‘জিও জামাই’ ছবির হাত ধরে বাংলাদেশি অভিনেত্রী ঈশানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হিরণ। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবির ট্রেইলার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন হিরণ, ঈশানিসহ ছবির অন্যান্য কলা-কুশলী।

তবে জামাই হওয়া হিরণের কাছে নতুন নয়। এর আগে ‘জামাই ৪২০’, ‘জামাই বদল’ ছবিতেও জামাই হয়েছেন তিনি। আরও একবার জামাইয়ের ভূমিকাতে দেখা যাবে টলিউডের চকলেট বয়কে।

এই ছবিতে রজতাভ দত্ত ও তুলিকা বসুর জামাই হিসাবে দেখা যাবে হিরণকে। তার চরিত্রটির নাম আদিত্য। অন্যদিকে দিয়ার ভূমিকায় অভিনয় করছেন ঈশানি ঘোষ। পরিচালকের দাবি, একেবারে পারিবারিক সুন্দর ছবি হবে ‘জিও জামাই’।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বাংলাদেশের ‘জামাই’ হচ্ছেন হিরণ!

আপডেট সময় ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের ‘জামাই’ হতে চলেছেন কলকাতার জনপ্রিয় নায়ক হিরণ চট্টোপাধ্যায়! বিশ্বাস হচ্ছে না তো। তেমনটাই খবর কিন্তু সিনে দুনিয়াতে। পাত্রী বাংলাদেশের অভিনেত্রী ঈশানি ঘোষ।

ব্যাপারটা তবে খুলেই বলা যাক। নেহাল দত্তর পরিচালনায় ‘জিও জামাই’ ছবির হাত ধরে বাংলাদেশি অভিনেত্রী ঈশানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হিরণ। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবির ট্রেইলার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন হিরণ, ঈশানিসহ ছবির অন্যান্য কলা-কুশলী।

তবে জামাই হওয়া হিরণের কাছে নতুন নয়। এর আগে ‘জামাই ৪২০’, ‘জামাই বদল’ ছবিতেও জামাই হয়েছেন তিনি। আরও একবার জামাইয়ের ভূমিকাতে দেখা যাবে টলিউডের চকলেট বয়কে।

এই ছবিতে রজতাভ দত্ত ও তুলিকা বসুর জামাই হিসাবে দেখা যাবে হিরণকে। তার চরিত্রটির নাম আদিত্য। অন্যদিকে দিয়ার ভূমিকায় অভিনয় করছেন ঈশানি ঘোষ। পরিচালকের দাবি, একেবারে পারিবারিক সুন্দর ছবি হবে ‘জিও জামাই’।