জাতীয় ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল। অবশেষে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এই পরিস্থিতিতে চীন বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
বাংলাদেশে শিগগিরই স্থিতিশীলতা ফিরবে এমন আশাবাদ ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ আশাবাদ ব্যক্ত করেন।
লিন জিয়ান বলেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের বন্ধুপ্রতীম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে, দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে।’
এদিকে জানা গেছে, শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে ‘অল্প সময়ের মধ্যে’ জরুরি ভিত্তিতে আশ্রয় চেয়েছেন।
জয়শঙ্কর আরও জানান, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে এবং বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে ২০ হাজার ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে অন্তত ৮ হাজার জন ফিরে এসেছেন। এছাড়া ভারতের নজর সংখ্যালঘুদের নিরাপত্তার দিকেও থাকবে।
বাংলাদেশে শিগগিরই স্থিতিশীলতা ফিরবে এমন আশাবাদ ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ আশাবাদ ব্যক্ত করেন।
লিন জিয়ান বলেন, বাংলাদেশের চলমনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের বন্ধুপ্রতীম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে, দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে