খেলাধূলা:
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করে রশীদ খানদের বহনকারী বিমান। ঢাকা থেকেই সরাসরি চট্টগ্রামে চলে গেছেন তারা।
এরপর ৫ তারিখ থেকে মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি। চট্টগ্রামে টেস্ট শেষ করে ঢাকায় চলে আসবে আফগানরা। পরে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে ক্রিকেট দল এসে পৌঁছাবে আগামী ৮ সেপ্টেম্বর।