জাতীয় :
বিশ্ব যে এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে সেটাই লক্ষ্য ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে জাতি রক্ত দিয়ে স্বাধীনাতা নিয়ে আসে সে জাতিকে কেউ হেয় প্রতিপন্ন করবে সেটা আমাদের কামনা নয়। আমরা বিজয়ী জাতি, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো।’
বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বইমেলার উদ্বোধন করতে এসে রবিবার বিকালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একথা বলেন।
বইমেলার উদ্বোধন ঘোষণার আগে প্রধানমন্ত্রী এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া দশজনের হাতে সম্মাননা তুলে দেন। এরপর বঙ্গবন্ধুর তৃতীয় স্মৃতিকথা ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের উম্মোচন করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর লেখা তৃতীয় গন্থটির বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সেই সময়ে চীন সম্পর্কে বঙ্গবন্ধু যে ভভিষ্যৎবাণী করেছিলেন আজকে অনেক বছর পর চীন সেই জায়গাটায় পৌঁছেছে। এই বইটি পরলে আপানারা অনেক কিছু জানতে পারবেন। আমাদের অর্থনীতির যে অবস্থা তা সম্পর্কেও এই বইটিতে উল্লেখ আছে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা আজ এগিয়ে যাচ্ছি। বাঙালি জাতি হিসেবে বিশে^ একটি মর্যাদা পেয়েছি। বাংলাদেশেকে আমার এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ঠ্র হিসেবে পৃথিবীতে সম্মান পাবে। বাংলাদেশকে এখন আর কেউ ছোট দেশ হিসেবে দেখে না। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। এটাই আমাদের লক্ষ্য ছিল।’
নিরাপত্তার বেড়াজালের কারণে নিয়মিত বইমেলায় আসতে না পারার কষ্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে স্কুল বা কলেজ জীবনে এই মেলায় অনবরত ঘুরে বেড়াতাম। অনেক সময় ধরে থাকতাম। এখন আর সেই স্বাধীনতা পাচ্ছি না। এখন ইচ্ছা থাকলেও আসা যায় না। কিন্তু মেলায় আসার সেই ইচ্ছে এখনও কমেনি।’
বক্তব্যের শেষে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীকে নিয়ে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন।