অন্তর্জাতিক ডেস্কঃ
চিড়িয়াখানায় খাঁচার বাইরে থেকে অনেকেই হয়তো বাঘের চোখে চোখ রেখেছি আমরা। কিন্তু খোলা জঙ্গলের মধ্যে বাঘের চোখে চোখ রেখে প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থাকা, এমনটা কি ভেবেছেন কখনও? সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটিয়ে নজির সৃষ্টি করলেন মধ্যপ্রদেশের একজন নারী বনরক্ষী।
বাঘের থাবা থেকে বাঁচতে সেই বনরক্ষী দুই সঙ্গীকে নির্দেশ দেন নড়াচড়া না করে সোজা বাঘের চোখের দিকে তাকিয়ে থাকতে। নিজেও তাঁদের সামনে দাঁড়িয়ে নিজে ওই বাঘটির
চোখের দিকে তাকিয়ে থাকেন ঠাঁয়। এই ভাবে সময় যেতে থাকলেও একবারও বাঘের চোখ থেকে চোখ সরাননি তিনি।
প্রায় ঘণ্টা দেড়েক এইভাবে দাঁড়িয়ে থাকার পর, রণে ভঙ্গ দেয় বাঘটি। পিছনে ফিরে সেটি ফের জঙ্গলের মধ্যে চলে যায়। মহিলা বনরক্ষীর এই সাহসিকতাকে কুর্ণিশ জানিয়েছে সকলেই।