মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
‘অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোঃ জামাল (২৬) বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দারাবাদ গ্রামের মোর্তজা আলীর ছেলে।
শনিবার রাতে হায়দারাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া মোঃ জামাল বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।