মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫২পিছ ইয়াবাসহ শাহ্ জালাল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত জালাল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকার খালেক মিয়ার ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৯টায় উপজেলার রামচন্দ্রপুর বাজারস্থ সত্য শাহ্ (র:) মাজারের সামনে থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এএসআই আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে বাজারস্থ সত্য শাহ্ (র:) মাজারের সামনে শাহ্ জালালের দেহ তল্লাসি চালিয়ে ৫২পিছ ইয়াবা উদ্ধার করে। এবং জালালকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনোয়ার হোসেন বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।