মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়।
রবিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান। নূরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার এসআই আবুল হাছান মিয়া, স্থানীয় ইউপি সদস্য সামছুল হক, স্কুল পরিচালনা পরিষদের সদস্য সফিকুল ইসলাম ভূইয়া, আক্তারুজ্জামান,শাহানুর খান প্রমুখ।