মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস বলেন, যেকোনো সহিংসতা এড়াতে এবার প্রতিটি পূজা মন্ডপ থাকবে সিসি ক্যামেরার আওতায়। পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপের গুরুত্ব অনুযায়ী বাড়ানো হবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ সময় তিনি সকলের প্রতি আহ্বান জানান শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন প্রকার গুজবে কান না দিতে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক পার্থ সারথি দত্ত।
বাঙ্গরা বাজার থানার এসআই পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, শিমুল বিল্লাহ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ রায়, সাবেক উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, অঞ্জন ঠাকুর।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু মুসা আল কবির, মোঃ জাকির হোসেন, রহিম পারভেজ, তৈয়বুর রহমান তুহিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামপ্রসাদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ মাহবুব আলম আরিফ, দপ্তর সম্পাদক আরিফ গাজী সহ বাঙ্গরা বাজার থানার সকল ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এবছর উপজেলার ১৪৯টি পূজা মন্ডপে দুর্গপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপ আইপি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে। তাছাড়া রাত ৬টার মধ্যে পূজার আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।