মুরাদনগর বার্তা ডেস্কঃ
ঢাকাস্থ বাঙ্গরা বাজার থানা সমিতি প্রথম বার্ষিক বনভোজন ২২ মার্চ নরসিংদীর ড্রীম হলিডে পার্কে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সমিতির আহবায়ক জনাব এম. এ. জাহের মন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।
বনভোজন কমিটির সদস্য সচিব জনাব কামরুল হাসান কেনাল ও সদস্য কাজী শফিকুর রহমানের সঞ্চালনায় সমিতির সদস্য সচিব জনাব গাজী আক্তারুজ্জামানের স্বাগত বক্তবের মাধ্যমে বনভোজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বনভোজনে আরো উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ আবু বকর চৌধুরী, এ্যাড. ইদ্রিসুর রহমান, বিশিষ্ট শিল্পতি বাহার খান, সোহেল সামাদ, মনিরুল ইসলাম মনিরসহ আরো অনেকে। বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জনাব আবু ইসহাক রাজু (অর্থ সচিব), এড. আলী আশরাফ তাজু, আফরোজা পারভীন নাজমা-আহবায়ক, কামরুল হাসান কেনাল-সদস্যসচিব, মোঃ ফজলুল বারী বিল্লাল, মো. মজিবুল হক মনি, কাজী সফিকুর রহমান সফিক, এইচ.এম. হাবিবুল্লাহ সোহেল, এস.এম. মহিউদ্দিন সেলিম, এম.আই. জামাল সিদ্দিকী, আনোয়ার পারভেজ ও সাইফুল হুদা সরকার সোহাগ প্রমুখ। পরে এক আকর্ষনীয় র্যাফেল ড্র এবং অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মূল্যবান সময় দিয়ে সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করায় বনভোজন উপ-কমিটির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান সমিতির আহবায় এম.এ. জাহের মুন্সী।