ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের সাড়া মিলছে না মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান

সালমা আহমেদ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দু’একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া শিক্ষার মান বৃদ্ধির লক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানে তেমন কোনো সাড়া পড়ছে না। উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক শিক্ষা থেকে।

সরকার সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে (প্রজেক্টরভিত্তিক) মাল্টিমিডিয়ার মাধ্যমে সব বিষয়ে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু নতুন এ তথ্যপ্রযুক্তির আওতায় ক্লাস গ্রহণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও পাচ্ছে না এই শিক্ষা।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও প্রজেক্টর সঙ্কটসহ প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার কারণেই মাল্টিমিডিয়া ক্লাস ও আইসিটি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে আলাপকালে জানা গেছে, অপরিকল্পিত উপায়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ও কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। প্রতিটি বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়েছে তাই নিয়মিত ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া প্রতিষ্ঠানে দেয়া হয়নি কম্পিউটার জানা অভিজ্ঞ শিক্ষক।

যার কারণেই মাল্টিমিডিয়া ক্লাসের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে তারা মনে করেন। অধিকাংশ প্রতিষ্ঠানে মাসে একবারও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হয় না।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হাতে-কলমে শিক্ষার বিষয়। তবে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ কম থাকায় প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। স্কুলে যদি মাল্টিমিডিয়া ক্লাস নিয়মিত হয়, তাহলে যেকোনো বিষয়ে বুঝতে অনেক সহজ হয়। তাই নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

উপজেলা শিক্ষা অফিসার আবু তৌহিদ বলেন,-‘আমরা ২০১৪ সালেই বাঞ্ছারামপুরে ৬৫টি মাল্টিমিডিয়া প্রজেক্টর,মডেমসহ আনসাঙ্গিক সব দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।এখন,শিক্ষকদের বেশী করে প্রশিক্ষন দেওয়ানো দরকার’।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বাঞ্ছারামপুরের সাড়া মিলছে না মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান

আপডেট সময় ০৩:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
সালমা আহমেদ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দু’একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া শিক্ষার মান বৃদ্ধির লক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানে তেমন কোনো সাড়া পড়ছে না। উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক শিক্ষা থেকে।

সরকার সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে (প্রজেক্টরভিত্তিক) মাল্টিমিডিয়ার মাধ্যমে সব বিষয়ে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু নতুন এ তথ্যপ্রযুক্তির আওতায় ক্লাস গ্রহণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও পাচ্ছে না এই শিক্ষা।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও প্রজেক্টর সঙ্কটসহ প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার কারণেই মাল্টিমিডিয়া ক্লাস ও আইসিটি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে আলাপকালে জানা গেছে, অপরিকল্পিত উপায়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ও কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। প্রতিটি বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়েছে তাই নিয়মিত ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া প্রতিষ্ঠানে দেয়া হয়নি কম্পিউটার জানা অভিজ্ঞ শিক্ষক।

যার কারণেই মাল্টিমিডিয়া ক্লাসের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে তারা মনে করেন। অধিকাংশ প্রতিষ্ঠানে মাসে একবারও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হয় না।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হাতে-কলমে শিক্ষার বিষয়। তবে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ কম থাকায় প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। স্কুলে যদি মাল্টিমিডিয়া ক্লাস নিয়মিত হয়, তাহলে যেকোনো বিষয়ে বুঝতে অনেক সহজ হয়। তাই নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

উপজেলা শিক্ষা অফিসার আবু তৌহিদ বলেন,-‘আমরা ২০১৪ সালেই বাঞ্ছারামপুরে ৬৫টি মাল্টিমিডিয়া প্রজেক্টর,মডেমসহ আনসাঙ্গিক সব দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।এখন,শিক্ষকদের বেশী করে প্রশিক্ষন দেওয়ানো দরকার’।