ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর থেকেঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অস্বচ্ছল ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শেখ হাসিনার উপহার বাঞ্ছারামপুরে বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল ও কর্মহীনের মাঝে বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম।
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করছে।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করা হয় উপজেলার, পাহাড়িয়াকান্দি, সদর ইউনিয়ন, পৌর এলাকা ও মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে।
এসময় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম এমপি ত্রাণ বিতরণকালে দরিদ্রদের খোঁজ খবর নেন এবং বলেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি আছি, আমাদের আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী আছেন, আমরা খেলে আপনারা ও খাবেন।খাবার না থাকলে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন খাবার আপনার ঘরে পৌঁছে যাবে।
এই সময় উপস্থিত ছিলেন-বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাহ উদ্দিন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রিন্সিপ্যাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, এ.কে. এম শহিদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাসান ভুইয়া,ছাত্রলীগ সভাপতি জুয়েল অাহমেদ মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.রহিম,পাহাড়িয়াকান্দি ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান প্রমূখ