ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে থানায় আটকে রেখে পুলিশের নামে টাকা নেওয়ার অভিযোগ

মো. আবু রায়হান চৌধুরীঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নারীসহ এক পরিবারের চার সদস্য কে বাড়ি থেকে গভীর রাতে আটক করে থানায় ৩ দিন আটকে রেখে পুলিশের নামে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাঠমিস্ত্রি সেলিম মিয়া।

এ ব্যাপারে অভিযোগকারী সেলিম মিয়া জানান, বাঞ্ছারামপুর থানার দারোগা রফিক, আশরাফুল ও মনিরসহ আরও কয়েকজন পুলিশ বিনা কারণে আমাদের উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ বিল্লাহ মানিকের উপ¯ি’তিতে আমার তিন ভাই ও ভাইয়ের বউকে ওসি ডেকেছেন বলে ১ নভেম্বর রাত দেড়টায় থানায় নিয়ে যায়। মানিক আমাদের থানা থেকে ছাড়াতে টাকা লাগবে বলে আমার পরিবারকে জানান। আমরা ধারদেনা ও সুদে এনে ৪ নভেম্বর থানায় উপ¯ি’ত মানিককে ১ লাখ ৪৯ হাজার টাকা দিলে পুলিশ আমাদের সাদা কাগজে স্বাক্ষর রেখে থানা থেকে ছেড়ে দেয়। আমাদের ব্যবহৃত চারটি মোবাইল ও ভাইয়ের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র মানিক মিয়ার কাছে রয়েছে বলে জানতে পেরে তার কাছে এগুলো চাইলে সে আমাদের কাছে আরও ১০ হাজার টাকা দাবি করে এবং হুমকি-ধমকি দেয়। তাই বাধ্য হয়েই অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মানিক জানান, তাদেরকে থানা থেকে আমি ছাড়িয়ে এনেছি এটা সত্য। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিইনি। তাদের মোবাইল ও জতীয় পরিচয়পত্র আমার কাছে নেই। তাদের কোনো রকমের ভয়ভীতি আমি দেখাইনি, এটা মিথ্যা কথা। আমার বিরুদ্ধে ওরা লিখিত অভিযোগ করেছে, এটা আমি শুনেছি।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, চর মরিচাকান্দি গ্রাম থেকে চার জনকে থানায় আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের ছাড়িয়ে নেওয়ার নামে চর মরিচাকান্দি গ্রামের মানিক তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা, নারীসহ আহত ৩

বাঞ্ছারামপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে থানায় আটকে রেখে পুলিশের নামে টাকা নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৯:৩১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১

মো. আবু রায়হান চৌধুরীঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নারীসহ এক পরিবারের চার সদস্য কে বাড়ি থেকে গভীর রাতে আটক করে থানায় ৩ দিন আটকে রেখে পুলিশের নামে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাঠমিস্ত্রি সেলিম মিয়া।

এ ব্যাপারে অভিযোগকারী সেলিম মিয়া জানান, বাঞ্ছারামপুর থানার দারোগা রফিক, আশরাফুল ও মনিরসহ আরও কয়েকজন পুলিশ বিনা কারণে আমাদের উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ বিল্লাহ মানিকের উপ¯ি’তিতে আমার তিন ভাই ও ভাইয়ের বউকে ওসি ডেকেছেন বলে ১ নভেম্বর রাত দেড়টায় থানায় নিয়ে যায়। মানিক আমাদের থানা থেকে ছাড়াতে টাকা লাগবে বলে আমার পরিবারকে জানান। আমরা ধারদেনা ও সুদে এনে ৪ নভেম্বর থানায় উপ¯ি’ত মানিককে ১ লাখ ৪৯ হাজার টাকা দিলে পুলিশ আমাদের সাদা কাগজে স্বাক্ষর রেখে থানা থেকে ছেড়ে দেয়। আমাদের ব্যবহৃত চারটি মোবাইল ও ভাইয়ের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র মানিক মিয়ার কাছে রয়েছে বলে জানতে পেরে তার কাছে এগুলো চাইলে সে আমাদের কাছে আরও ১০ হাজার টাকা দাবি করে এবং হুমকি-ধমকি দেয়। তাই বাধ্য হয়েই অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মানিক জানান, তাদেরকে থানা থেকে আমি ছাড়িয়ে এনেছি এটা সত্য। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিইনি। তাদের মোবাইল ও জতীয় পরিচয়পত্র আমার কাছে নেই। তাদের কোনো রকমের ভয়ভীতি আমি দেখাইনি, এটা মিথ্যা কথা। আমার বিরুদ্ধে ওরা লিখিত অভিযোগ করেছে, এটা আমি শুনেছি।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, চর মরিচাকান্দি গ্রাম থেকে চার জনকে থানায় আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের ছাড়িয়ে নেওয়ার নামে চর মরিচাকান্দি গ্রামের মানিক তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখব।