আশিকুর রহমান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ধারিয়ারচর বাজারে আজ (সোমবার) গভীর রাতে এক সারিতে অবস্থিত ১১টি বিভিন্ন পণ্য সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটেছে।চুরীর ঘটনায় বাজারের ৩ নাইট গার্ডকে এলাকাবাসী তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে আজ দিনভর উপজেলার ব্যবসায়ীদের মধ্যে তোলপাড় ও আতংক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে কথা বলে দেখা গেছে,চোরের দল মূল সড়কের পাশে অবস্থিত ধারিয়ারচর মূল পয়েন্টের পর পর ১১ টি দোকানের বিদেশী তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকা,পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার আলামত দেখা যায়। বাজার কমিটির সভাপতি আ.রহিম চেয়ারম্যান ও সাধারন সম্পাদক মো.মাইনুদ্দিন মিয়া বলেন,-‘আমাদের ধারনা চুরীর ঘটনার সাথে নাইট গার্ডদের যোগসূত্র আছে।নইলে বিদেশী তালা ভেঙ্গে একটি নয়,দুটি নয়-একেবারে ১১টি দোকানে চুরি করলো কিভাবে? এতে সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকার অর্থ ও মালামাল খোয়া যেতে পারে।’।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব বলেন,-‘চুরি ঘটনা জেনে তাৎক্ষণিক পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে।চুরির কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ খোজ নিয়ে জানা গেছে চুরির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্তৃক আটক ব্যক্তিরা হলেন-মোস্তফা মিয়া,হযরত আলী এবং মো,সোহেল মিয়া। এলাকাবাসির দাবি তাদেরকে আইনের আওতাশ আনার জন্য।