ফয়সল আহমেদ খান:
বাঞ্ছারামপুরদূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন- বিশ্ব মানব সভ্যতায় বিচরণ কারী ভয়াল করোনাভাইরাস কেভিড-১৯ থেকে বাঁচতে, দেশ, জাতি এবং পরিবারকে বাঁচতে করোনা যুদ্ধে জয়ী হতে ঘরে থাকুন। যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তারা ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু দিয়ে মুখ-নাক ঢেকে নিন। বার বার সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করুন!
বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিপিই বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আল মামুন সরকার, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাউন্সিলর অহিদ মিয়া প্রমুখ।
পরে তিনি বাঞ্ছারামপুর উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে হ্যান্ড সেনিটাইজার ৬০০০ বোতল এবং মাস্ক ৪০০০পিছ, ২০ কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি তেল, ১কেজি ডাল এবং ১কেজি লবণ বিতরণ করেন।