ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর চরশিবপুর গ্রামের উত্তরপাড়ায় ডাকাতিকালে ২ ডাকাত গণপিটুনীতে নিহত হয়েছে। নিহতরা হলো, মোঃ সুমন মিয়া (৩০), আলামিন মিয়া (৩৫)।
শিবপুরের স্থানীয় ইউপি মেম্বার মোঃ বেদন মিয়া জানান, ‘গতকাল গভীর রাতে ৭/৮ জন ডাকাত মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে বাঞ্ছারামপুর উপজেলা চরশিবপুর গ্রামের (উঃ)পাড়ার বাবুল মিয়া, হারুন মিয়া, দানেশ মিয়ার বাড়িতে ডাকাতি করে ফিরে যাচ্ছিলো। এ সময় গ্রামের মানুষ ট্রের পেয়ে তাদের ধাওয়া করে দুজন ডাকাতকে আটক করে। পরে গণপিটুনিতে সুমন মিয়া মারা যায়।
গুরতর আহত অবস্থায় আলামিন ডাকাতকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নরসিংদী জেলা মাধবদী থানার বিবির কান্দি গ্রামের নিহত আলামিনের বাড়ি বলে তার স্ত্রী হাসিনা বেগম জানান।
ডাকাতের আঘাতে ইয়াছিন মিয়া (৩২) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন চৌধুরী ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।