ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর থেকে ১ টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৭টি গরু উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন চৌধুরী নেতৃত্বে গতকাল রাতে একদল পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরু ও ট্রলার উদ্ধার করে। চরশিবপুর গ্রামের মোতালেব (৪২) নামক এক ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে। এ বিষয়ে নবীনগর উপজেলার নুরজাহান পুর গ্রামের মোঃ এশু মিয়া(৬০) থানায় গরু শনাক্ত করে বলেন, এক সপ্তাহে আগে আমার ৩টা গরু চুরি হয়, থানায় আটকের খবর পেয়ে উপস্থিত হয়ে দেখি আমার গরু তিনটা এখানে আছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন চৌধুরী বলেন ,আটকৃত ব্যক্তি ও গরু থানায় হেফাজতে আছে । আটককৃত মোতালেব কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।