ফয়সাল আহম্মদ খান, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
‘ভোটার হব,ভোট দিব’-এই স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা ইভা রহমানের সঞ্চালনায় বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টুর রঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুরের সকল অফিসার, সাংবাদিক এবং শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।