ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ (সোমবার) সকালে কৃষি সম্প্রসারন অফিসে জাপান সরকারের আর্থিক পৃষ্ঠপোষকতায় (জাইকা) অত্যন্ত ব্যয় বহুল ও আধুনিক প্রযুক্তির সমন্ধয়ে উপজেলাটির ১৩টি ইউনিয়নের ৫০ জন কৃষক-কিষানীকে প্রশিক্ষণ দেয়ার কার্য্যক্রম উদ্ধোধন করা হয়েছে।৩ দিন ব্যাপী অবিরাম চলবে এই প্রশিক্ষণ।
প্রশিক্ষণ কার্য্যক্রম উদ্ধোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো.নুরুল ইসলাম।কৃষি বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর,উপজেলা কৃষি কর্মকর্তা মো.মোস্তফা কামাল,জাইকার প্রশিক্ষক সুজন ভৌমিক প্রমূখ।
উল্লেখ্য,জাপান সরকার (জাইকা) বাংলাদেশের প্রতিটি উপজেলায় দশ লক্ষ করে টাকা আর্থিত সহায়তা দিয়েছে কেবল আধুনিক প্রযুক্তির কৃষির উৎকর্ষতা বৃদ্ধি এবং ধানের বীজ,সংরক্ষন,উন্নত ফলন-চাষাবাদ,ভার্মি কম্পোষ্ট উৎপাদন বৃদ্ধি,বিষমুক্ত সবজি বাগান ও কুইক কম্পোষ্ট সার তৈরীতে বাংলাদেশের কৃষকদের প্রশিক্ষন সহায়তাকরনের জন্য।