ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা তিতাস নদীআছাদনগর – শরীফপুর ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ
মঙ্গলবার সকাল ১০টায় ব্রীজের পূর্বপাশে মহিলার লাশ ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সেলোয়ার কামিজ পরিহিত এবং গলায় শিকল পেঁচানো সিমেন্টের পিলার সহ মহিলার লাশ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন শনাক্ত হয়নি। পুলিশ মহিলার লাশ থানায় নিয়ে আসে।ময়না তদন্তের জন্য বাহ্মনবাড়িয়া মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।
বাঞ্ছারামপুর মডেল থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছে।