ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর শাখা ঢোলভাঙ্গা নদীতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গোসল করতে নেমে নদীর স্রোতে ভেসে যায় ইব্রাহিম (১০) নামের এক শিশু।
নিখোঁজ শিশু ইব্রাহিম বাঞ্ছারামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আমান উল্লাহ ভূঁইয়া ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
তার পিতা পেশায় মুদিদোকানী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাঈম,ইব্রাহিম ও তার আরেক বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। নদীতে স্রোত বেশি থাকায় এবং ইব্রাহিম সাঁতার না জানায়, পানির স্রোতে ভেসে যায়। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে।
খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টীম লিডার আব্দুল কাদেরের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরও শিশুটির কোনো সন্ধান না মেলায় চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধার অভিযানে অংশ নেয়া ফয়সাল আহমেদ বলেন, বাচ্চারা নদীতে নেমেই খেলা করছিল পরবর্তীতে নদীর স্রোতের তাল মিলাতে না পেরে ইব্রাহিম ভেসে যায়।পরে আমরা স্থানীয় এলাকার জনগন নিয়ে নদীতে খোজাখুজি শুরু করি এবং ফায়ার সার্ভিসের অফিসে কল দেই।
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সেন্টু চন্দ্র সেন বলেন, খবর পেয়েই আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি, পরবর্তীতে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয় কয়েকঘন্টা অভিযান পরিচালনা করা হলেও শিশুটি উদ্ধার করা সম্ভব হয় নি, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ পরিচালনা করা হবে।
এদিকে দিনভর খোঁজাখুজির পরও নিখোঁজ ইব্রাহিমের সন্ধান না পেয়ে তার পরিবারে চলছে শোকাবহ ও বেদনাদায়ক পরিবেশ।বাড়িতে শত শত মানুষ কে শান্তনা দেয়ার জন্য জড়ো হয়েছে।