ফয়সাল আহমেদ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
চারপাশ নদীবেষ্টিত হাওর এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মওলাগঞ্জ বাজারে কোষা নৌকা বিক্রির ধুম পড়েছে। বর্ষাকাল শুরুর পর থেকে প্রতি রবিবার নৌকা বিকিকিনি বেশ জমজমাট।প্রতি হাটে শতাধিক নৌকা বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান।
আজকাল নদীতে পাল তোলা নৌকা চোখে কম পড়লেও কোষা নৌকা গ্রাম বাংলার ঐতিহ্য এখনো ধরে রেখেছে। নৌকা হাটের জন্য এদত অঞ্চলে মওলাগঞ্জ (বড়বাজার) নৌকার হাট বেশ প্রসিদ্ধ। গত বছরের তুলনায় কাঠের দাম বেশি হওয়ায় এবার নৌকার মূল্য একটু বেশি হলেও নৌকা বিক্রিতে সমস্যা হচ্ছে না বলে বিক্রেতা আলী হোসেন জানান।
বাঞ্ছারামপুরসহ পার্শ্ববর্তী আড়াইহাজার,হোমনা, মেঘনা, দাউদকান্দি, তিতাস,মুরাদনগর ও নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই কোষা নৌকা।মৎস্যচাষীরাসহ কৃষকরা গবাদিপশুর জন্য ঘাস কাটা, পরিবহনের প্রধান বাহক ছাড়াও দৈনন্দিন নানা রকম কাজকর্মে এই কোষা নৌকার ব্যবহার করে থাকে।