ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পৌষেরশীতে বিদ্যুৎ লোডশেডিং,ভোগান্তির শেষ নেই

আশিকুর রহমান বাঞ্ছারামপুর (ব্রাক্ষনবাড়ীয়া) প্রতিনিধি: 

ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার কুমিল্লা বিদ্যুৎ অফিস ৩ এর বিদ্যুৎ নিয়ে বিপাকে পরেছে এলাকার সকলে।গত দুইরাতই একই কায়দায় লোডশেডিং এর কবলে সাধারন জনগন।

বিদ্যুৎ অফিসের একজনের কাছে জানতে চাইলে বলেন আমরা সমস্যা খুজে পাই নাই তাই এই মহামারি লোডশেডিং। তবে সমস্যা পাইলে বিদ্যুৎ দিয়ে দিব। এমন প্রশ্নের জবাবে বললাম বিদ্যুৎ গতরাতে থেকে নাই এখন ১৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সমস্যাই পান না কারন কি? তাহলে শিতের কবলে লোডশেডিং ২০ ঘন্টা।

তার পরে বিকেল ৩টা সময়ে বিদ্যুৎ আসে। একই কায়দায় আবার পরের দিন রাতে লোডশেডিং। এতে করে আমার সহ সকলের যোগাযোগব্যবস্থা অকেজু হয়ে পরেছে।১০ টাকার ভাড়া ২০ টাকা করে আদায় করছে অটবাইক চালকরা।

এক অটবাইক চালক বলেন আমরা কি করব সরা রাতে একদাগও চার্জ হয় নাই তাই আমার ভাড়া একটু বেশি আর আমার মোবাইলও চার্জ নাই। এভাবে মোবাইল টা পযর্ন্ত সতেজ রাখাযায় না। নাম না বলার শর্তে এক জন বলেন মোবাইল চার্জ দেয়া সম্ভব হচ্চে না। এটা কি, এতে করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার পায়তারা চলছে বলে মনে হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা, নারীসহ আহত ৩

বাঞ্ছারামপুরে পৌষেরশীতে বিদ্যুৎ লোডশেডিং,ভোগান্তির শেষ নেই

আপডেট সময় ০৭:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
আশিকুর রহমান বাঞ্ছারামপুর (ব্রাক্ষনবাড়ীয়া) প্রতিনিধি: 

ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার কুমিল্লা বিদ্যুৎ অফিস ৩ এর বিদ্যুৎ নিয়ে বিপাকে পরেছে এলাকার সকলে।গত দুইরাতই একই কায়দায় লোডশেডিং এর কবলে সাধারন জনগন।

বিদ্যুৎ অফিসের একজনের কাছে জানতে চাইলে বলেন আমরা সমস্যা খুজে পাই নাই তাই এই মহামারি লোডশেডিং। তবে সমস্যা পাইলে বিদ্যুৎ দিয়ে দিব। এমন প্রশ্নের জবাবে বললাম বিদ্যুৎ গতরাতে থেকে নাই এখন ১৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সমস্যাই পান না কারন কি? তাহলে শিতের কবলে লোডশেডিং ২০ ঘন্টা।

তার পরে বিকেল ৩টা সময়ে বিদ্যুৎ আসে। একই কায়দায় আবার পরের দিন রাতে লোডশেডিং। এতে করে আমার সহ সকলের যোগাযোগব্যবস্থা অকেজু হয়ে পরেছে।১০ টাকার ভাড়া ২০ টাকা করে আদায় করছে অটবাইক চালকরা।

এক অটবাইক চালক বলেন আমরা কি করব সরা রাতে একদাগও চার্জ হয় নাই তাই আমার ভাড়া একটু বেশি আর আমার মোবাইলও চার্জ নাই। এভাবে মোবাইল টা পযর্ন্ত সতেজ রাখাযায় না। নাম না বলার শর্তে এক জন বলেন মোবাইল চার্জ দেয়া সম্ভব হচ্চে না। এটা কি, এতে করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার পায়তারা চলছে বলে মনে হয়।