ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসের খান (অপু)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউপির বিভিন্ন সড়ক ও বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বিভিন্ন স্থানে লিফলেট বিতরন শুরুর প্রাক্কালে তিনি বলেন, শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমান মানেই বাংলাদেশের ৫৪ বছরের সকল গণমুখী সংস্কার। বিলম্ব না করে দেশে জাতীয় নির্বাচন দিতে হবে। তারেক রহমানের ৩১ দফা জাতির আগামী দিনের মুক্তিমুক্তির সনদ ও দেশে সুশাসনের মাইলফলক।
অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেয় না।গত ১ বছরে বিএনপি থেকে ৭ হাজার নেতাকর্মীদের বহিস্কার এর প্রমাণ।
লিফটের বিতরণকালে তার সাথে এসময়ে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন ও উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিক দলের নেতাকর্মী।
সভায় ব্যারিষ্টার অপু বলেন, দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন অন্যায়, অত্যাচার, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। এ সময় তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি দেশের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসংযোগ ও লিফলেট বিতরণ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা জানান, এর মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মুরাদনগর বার্তা ডেস্ক : 

















