ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ সোমবার সকালে ক্যা.তাজ অডিটোরিয়ামে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা সেতুর উপর ৩য় মেঘনা সেতু নির্মানের সম্ভ্যাবতা যাচাই প্রকল্পের অধীন এক মতবিনিময় সভা স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
সভাপতির বক্তব্যে ক্যা.তাজ বলেন,-‘শেখ হাসিনার সরকার কেবল স্বপ্ন দেখান না,স্বপ্ন বাস্তবায়ন করেন। ২.৮কি:মি:দৈর্ঘের ৩য় মেঘনা সেতুর প্রাথমিক কাজের জন্য একনেকে ৪০ কোটি টাকা বরাদ্ধ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যতোদ্রুত সম্ভব ব্রীজটির কাজ শুরু করতে।প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটি চালু হলে নারায়নগঞ্জের ভূলতা হতে
আড়াইহাজার,বাঞ্ছারামপুর,নবীনগর,হোমনা,মুরাদনগর,কসবা ও আখাউড়ার প্রায় দেড় কোটি মানুষ সরাসরি উপকৃত হবে।আখাউড়া হতে ঢাকায় পণ্য নিতে বর্তমান সময়ের চেয়ে সাড়ে ৩ ঘন্টা সময় সাশ্রয় হবে।ঢাকা-চট্রগ্রামের বিকল্প সড়ক হিসেবে ব্যবহ্নত হবে সেতুটি’’।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,নবীনগর ও বাঞ্ছারামপুরের ইউএনও যথাক্রমে মোহাম্মদ মাসুদ এবং মো.শরিফুল ইসলাম,বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা ও ৩য় মেঘনা সেতু বিভাগের প্রকল্প পরিচালক মো.তোফাজ্জল হোসেন,সাবেক যুগ্মসচীব ও উপজেলা চেয়ারম্যান মো.সিরাজুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সামসুল হক, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম ভূইয়া বকুল,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,পৌর যুবলীগের সভাপতি কামাল আহমেদ,ভিপি বিল্লাল,আল আমীন মেম্বার প্রমূখ।