ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুরঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ লক্ষ ফলজ ও ভেষজ চারা এবং বজ্রপাত নিরোধক ১৪ হাজার তাল চারা বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.)-এমপি।
তিনি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। আমরা নির্বিচারে গাছকে হত্যা করে বৈষয়িক বৈচিত্র্যেকে হুমকির মুখে ফেলছি। পরিবেশ রক্ষার্থে আমাদের সকলেরই গাছ লাগানো উচিত। গাছপালা বৃদ্ধি পেলে বিলুপ্ত হওয়ার পথে নানা রকমের বন্য প্রাণীগুলো আবার বনে ফিরে আসার পরিবেশ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশ রক্ষার্থে সকলকে তাকে দিচ্ছেন গাছ লাগানোর জন্য। বাঞ্ছারামপুর উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ভেষজ চারা রোপনের মাধ্যমে বাঞ্ছারামপুর ফিরে পাবে প্রাকৃতিক সৌন্দর্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আ.লীগের সা.সম্পাদক মোঃ নূরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, পৌর মেয়র মোঃ তফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, বাঞ্ছারামপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, ৪নং পৌর ওয়ার্ড কাউসিলর মোকবুল হোসেন, দরিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা সফিকুল ইসলাম স্বপন, সোনারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল মিয়া, তেজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক বাবুল, দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান উজ্বল প্রমুখ।