ফয়সাল আহম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘পাগলা’ শেয়ালের কামড়ে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।
মঙ্গলবার সকালেে উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চান মিয়া , কবির হোসেন ও নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ।
জানা যায়, উপজেলার পৌর এলাকায় আজ একটি পাগলা শিয়াল লোকালয়ে প্রবেশ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড় দিয়েছে।অবশেষে এলাকাবাসী মিলে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।