ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র,অতিদরিদ্র,মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে প্রায় ৫ হাজারের উপর উন্নত মানের কম্বল বিতরন করেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলামের সহধর্মীনি মিসেস হাসু ইসলাম।
সকাল থেকে কম্বল বিতরন করে শেষ বিকেলে উপজেলার উজানচর কে,এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃদ্ধ, এতিম, মাদ্রাসার ছাত্র,মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের মাঝে কম্বল বিতরন আনুষ্ঠানিকভাবে হয়।
উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.তফাজ্জল হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মিসেস হাসু ইসলাম।অন্যান্য আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর,জেলা পরিষদ সদস্য সনি আক্তার সূচী,উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা শ্রমীক লীগের যুগ্মআহবায়ক মো.মহিউদ্দিন,ছাত্রলীগের জুয়েল,মুকবল,জামাল প্রমূখ।
অনুষ্ঠানে কম্বল বিতরনকালে প্রধান অতিথি মিসেস হাসু ইসলাম বলেন,-‘আওয়ামী লীগ মানে উন্নয়ন।দরিদ্রদের সহায়-সম্বল।স্বাধীনতার রক্ষা-কবজ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো ক্যা.তাজুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করে বাঞ্ছারামপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন’’।