ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে হাওরাঞ্চলে দরিদ্রদের মাঝে ঢেউটিন, টাকা, জাল প্রধান

সালমা আহমেদ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়ন থেকে ৭ কি:মি: দূর থেকে জন্মান্ধ দৃষ্টি প্রতিবন্দ্বী জয়নব বেগম (৮৮) আজ (মঙ্গলবার) ভোর বেলায় মেয়ের ঘরের নাতিকে নিয়ে রওনা দেন বাঞ্ছারামপুর সদর উপজেলার উদ্দেশ্যে।

সকাল ৮ টায় পৌছে অপেক্ষা করতে থাকেন সরকারি সহায়তার জন্য।অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে এমপি, ইউএনও, মেয়র সাহেবরা আসেন দুপুর ১টায়।স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি দেড়টায় জয়নব বেগমের হাতে ৫ হাজার টাকার একটি চেক, ঘড় বানাবার জন্য নতুন ঢেউটিন তুলে দিলে জয়নব বেগম খুশীতে আবেগে আপ্লুত হয়ে পড়েন,ঝড়তে থাকে আনন্দাশ্্রু।

প্রতিক্রিয়ায় জয়নব বেগম আঞ্চলিক ভাষায় বলেন,-‘আল্লাহ শেখের বেটিরে বাচাইয়া রাখুক।নদী ভাঙ্গনে ৩০ বছর ধইরা ঘর ছাড়া,মাইয়ার বাড়িতে থাহি।অহন,ঘর বানাইবার সব পাইলাম।এরচাইতে খুশী জীবনে আমার আহে নাই’।আরেক গৃহহীন দরিদ্র মনসুর মিয়া বলেন,-‘সামনে ঈদ।জীবনে বহু ঈদের আনন্দ উপভোগ করেছি।কিন্তু,ঈদের আগে সরকারের ঘরবাড়ি বানানোর সমস্ত আয়োজন বিনামূল্যে হাতে পেয়ে ঈদের চাইতে বেশী খুশী লাগছে।’

জয়নব বেগমের মতো,ঠিক এভাবে আজ সরকারের হাওর এলাকার দূর্গত মানুষের জন্য ঈদের উপহার হিসেবে বিশেষ বরাদ্ধ হিসেবে ঘরবাড়িবিহীন ৪৫ টি পরিবারের মাঝে দেড়বান করে ৭২ বান টিন, প্রতি পরিবার ৫ হাজার করে ২ লক্ষ ৪৫ হাজার টাকা,পুরুষদের স্বাবলম্বী করে তোলার জন্য বৃহত সাইজের মাছ ধরার জাল বিনামূল্যে বিতরন করেন স্থানীয় এমপি ক্যা.তাজুল ইসলাম।এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ প্রমূখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

বাঞ্ছারামপুরে হাওরাঞ্চলে দরিদ্রদের মাঝে ঢেউটিন, টাকা, জাল প্রধান

আপডেট সময় ০৩:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
সালমা আহমেদ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়ন থেকে ৭ কি:মি: দূর থেকে জন্মান্ধ দৃষ্টি প্রতিবন্দ্বী জয়নব বেগম (৮৮) আজ (মঙ্গলবার) ভোর বেলায় মেয়ের ঘরের নাতিকে নিয়ে রওনা দেন বাঞ্ছারামপুর সদর উপজেলার উদ্দেশ্যে।

সকাল ৮ টায় পৌছে অপেক্ষা করতে থাকেন সরকারি সহায়তার জন্য।অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে এমপি, ইউএনও, মেয়র সাহেবরা আসেন দুপুর ১টায়।স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি দেড়টায় জয়নব বেগমের হাতে ৫ হাজার টাকার একটি চেক, ঘড় বানাবার জন্য নতুন ঢেউটিন তুলে দিলে জয়নব বেগম খুশীতে আবেগে আপ্লুত হয়ে পড়েন,ঝড়তে থাকে আনন্দাশ্্রু।

প্রতিক্রিয়ায় জয়নব বেগম আঞ্চলিক ভাষায় বলেন,-‘আল্লাহ শেখের বেটিরে বাচাইয়া রাখুক।নদী ভাঙ্গনে ৩০ বছর ধইরা ঘর ছাড়া,মাইয়ার বাড়িতে থাহি।অহন,ঘর বানাইবার সব পাইলাম।এরচাইতে খুশী জীবনে আমার আহে নাই’।আরেক গৃহহীন দরিদ্র মনসুর মিয়া বলেন,-‘সামনে ঈদ।জীবনে বহু ঈদের আনন্দ উপভোগ করেছি।কিন্তু,ঈদের আগে সরকারের ঘরবাড়ি বানানোর সমস্ত আয়োজন বিনামূল্যে হাতে পেয়ে ঈদের চাইতে বেশী খুশী লাগছে।’

জয়নব বেগমের মতো,ঠিক এভাবে আজ সরকারের হাওর এলাকার দূর্গত মানুষের জন্য ঈদের উপহার হিসেবে বিশেষ বরাদ্ধ হিসেবে ঘরবাড়িবিহীন ৪৫ টি পরিবারের মাঝে দেড়বান করে ৭২ বান টিন, প্রতি পরিবার ৫ হাজার করে ২ লক্ষ ৪৫ হাজার টাকা,পুরুষদের স্বাবলম্বী করে তোলার জন্য বৃহত সাইজের মাছ ধরার জাল বিনামূল্যে বিতরন করেন স্থানীয় এমপি ক্যা.তাজুল ইসলাম।এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ প্রমূখ।