বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে আজ শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকাস্থ ফরদাবাদ মৈত্রী সমিতি।
স্থানীয় ড. রওশন আলম কলেজ মাঠে বিতরণের সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং মৈত্রী সমিতি আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সালাম, মৈত্রী সমিতির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ নুরুজ্জ জামন, ফরদাবাদ ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ সেলিম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান, জাহাঙ্গীর আলম, ইকবাল মাহমুদ সুজন, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি বাঞ্ছারামপুর শাখার সভাপতি মোহাম্মদ ইমরানসহ ওয়ার্ড মেম্বার ও স্থানীয় সুধীজন ।
২০০ পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল এবং ১ কেজি ডাল দেয়া হয়।