ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ
পদমর্যাদা, টেকনিক্যাল বেতন স্কেলসহ চার দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।
সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সরকারি হাসপাতালের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে।
বাংলাদেশ হেল্থ এসোসিয়েশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করছে তারা।
উপজেলা হেলথ এসোসিয়েশনের সভাপতি মো. কামালউদ্দিন,সা.সম্পাদক মো.মাইনুদ্দিন জানায়, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দেয়। ঘোষণার পরেও দাবিগুলো এতদিন বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। এতে জেলার স্বাস্থ্য সেবা কার্যক্রম বিঘিœত হচ্ছে। উপজেলার ৩ শত ১২ টি টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে। উপজেলার ৬৮ জন স্বাস্থ্য সহকারি স্বাস্থ্যসেবাদান থেকে বিরত রয়েছেন ।